ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু

বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু

ফেস পরিবর্তনের জন্য বন্ধ থাকার ১ মাস ১৩ দিন পর দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারো কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেস থেকে কয়লা উত্তোলন শুরু হয়। জানা যায়, চলতি বছরের ২৯ আগস্ট বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনশীল ১১১৩ নম্বর ফেসের কয়লার মজুত শেষ হয়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই ফেইজ থেকে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছিল। মজুত শেষ হওয়ার পর ১১১৩ নম্বর ফেস থেকে যন্ত্রপাতি ১৪১২ নম্বর ফেসে স্থানান্তরিত করতে ১ মাস ১২ দিন লেগে যায়। অবশেষে বন্ধ থাকার ১ মাস ১৩ দিন পর গত বৃহস্পতিবার বিকেল থেকে কয়লা উত্তোলন শুরু হলো। নতুন ফেসে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার বলেন, গত বৃহস্পতিবার কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। একটি ফেইসের কয়লা উত্তোলন শেষ হলে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নিয়ে নতুন ফেইসে স্থাপনের জন্য স্বাভাবিকভাবে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। এছাড়া ব্যবহৃত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে ক্রটি ধরা পড়লে মেরামতের জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয়। সব মিলিয়ে পুনরায় উৎপাদনে যেতে দু’মাস সময় লাগে। কিন্তু আমাদের সকলের প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগে মাত্র ১ মাস ১৩ দিনের মাথায় উৎপাদন শুরু করতে পেরেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত