ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভান্ডারিয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভান্ডারিয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টায় একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আবাসিক বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড নির্বাপণে তাৎক্ষণিক ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর উপায়, অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা বহুতল ভবনে আটকে পড়া মানুষদের উদ্ধার করে ফায়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে পৌঁছানোসহ নানা ধরনের ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব অফিসার মো. ছোবাহান, ওয়াল্ড ভিশনের ভান্ডারিয়া এরিয়া ম্যানেজার লিন্ডা দফো, রেডক্রিসেন্টের সদস্য শাওনসহ বিভিন্ন কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত