জয়পুরহাটে ঐতিহ্যবাহী পাতা খেলার আয়োজন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জয়পুরহাটে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের ‘পাতা খেলা’। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার তেঘর মেলা এলাকায় এ খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলী। সরেজমিনে দেখা যায়, বিকাল ৪টা থেকে শুরু হয় পাতা খেলা। চলে সন্ধ্যা পর্যন্ত। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ৮ থেকে ১০ তান্ত্রিক দল প্রতিযোগিতায় অংশ নেয়। খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলা গাছ। নিজ নিজ মন্ত্র দিয়ে তান্ত্রিকরা মাঠের মধ্যে থাকা পাতারূপী তুলা রাশির ১০-১২ জন মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। এ জন্য তান্ত্রিকরা লাঠি, জবা ফুল, মন্ত্রপড়া লোটা ভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতিসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় বাকড় ব্যবহার করেন। তার সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টানতে পারবে ও বশ করতে পারবে সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিজয়ী ঘোষণা করা হয়। তবে খেলা শেষে সব দলকেই পুরস্কার দেওয়া হয়। এদিকে খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আসেন হাজারো মানুষ। বিলুপ্তপ্রায় এমন খেলা দেখতে পেরে আনন্দিত দর্শকরা। খেলা দেখতে আসা চঞ্চল হোসেন বলেন, প্রাচীন ঐতিহ্যবাহী খেলাটি প্রায় হারিয়ে গেছে। অনেক দিন থেকে দেখা যায় না। পাতা খেলা দেখতে এসে খুব ভালো লাগছে। ছলিম নামে একজন বলেন, ১৫ বছর আগে পাতা খেলা দেখেছিলাম। আজকে এখানে পাতা খেলা হবে শুনে এসেছি। খেলাটি খুব মজার। জুলফিকার আলী নামে একজন বলেন, যখন ছোট ছিলাম সেসময় পাতা খেলা প্রায়ই দেখা যেত।