ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রী গ্রামে গ্রামে

স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন : পলক

স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন : পলক

তথ্য ও যোগাযোগ প্র॥যুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। প্রতিটি গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সিংড়া কলন ইউনিয়নে তুরস্কে সরকারের নির্মিত বালিয়াবাড়ী কমিউনিটি ক্লিনিকের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ রূপান্তিত করার জন্য কাজ করছেন। আমাদের সন্তানদের স্মার্ট বাংলাদেশ উপহার দেয়ার জন্য। আজকে ২০ লাখ ছেলে-মেয়ে মাদ্রসায় লেখাপড়া করছে। সে মাদ্রসা বোর্ড বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করে গেছেন। আমাদের সিংড়ায় মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে যে উন্নয়ন করেছেন যা গত বছরেও তা হয়নি। শুধু তাই নয়, গত ১৪ বছরে সিংড়ায় যত রাস্তা-ঘাট, ব্রিজ, স্কুল-কলেজ মাদ্রসার উন্নয়ন হয়েছে। বিগত কোনো সরকার করতে পারেনি। সিংড়ায় ৩৩ শয্যার হাসপাতাল ছিল। মাত্র একটা অ্যাম্বুলেন্স ছিল। গত ১৪ বছরে আমরা ৫০ শয্যার হাসপাতালে উন্নতিকরণ করেছি। প্রধানমন্ত্রী অত্যাধুনিক তিনটি অ্যাম্বুলেন্স দিয়েছেন। সিংড়ায় ১২ ইউনিয়নের ৫০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। শত শত তরুণ-তরুণীর চাকরি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, তুরস্কের হেলথ কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত