ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ ফিট মাটির নিচ থেকে চোরাই রেলপাত উদ্ধার

পাঁচ ফিট মাটির নিচ থেকে চোরাই রেলপাত উদ্ধার

চুরি হওয়া রেললাইনের ৯৮টি খণ্ড রেলপাত পাঁচ ফিট মাটির নিচ থেকে উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পার্বতীপুর রেল থানা পুলিশ। গত শুক্রবার সকালে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের রনজিত রায়ের বাড়িতে চার ঘণ্টা অভিযান চালিয়ে পাঁচ ফিট মাটির গর্ত থেকে ৪ ফিট সাইজের ৮৮ পিস কাটা রেললাইন ও ৬ ইঞ্চি দৈর্ঘের ১০ পিচ কাটা রেললাইন উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক রনজিত রায়কে (৩২) গ্রেপ্তার করে পার্বতীপুর রেলওয়ে থানা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

গত শুক্রবার বিকালে আটক রঞ্জিত রায়কে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জিত রায় জানায়, রেললাইনগুলো ওই গ্রামের করুনা কান্তি রায় তার বাড়ির বেড়ার পাশে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল। এর আগে গত ৩০ সেপ্টেম্বর শনিবার রাতে তার বাড়ির গোডাউন থেকে বিভিন্ন সাইজের ৭৩ খণ্ড রেলপাত উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (ওসি) মো. আহসান হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আরএনবি দিনভর পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে রেলওয়ে থানার সহযোগিতা নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের রঞ্জিত রায়ের বাড়িতে মাটি খুঁড়ে পাঁচ ফিট নিচ থেকে বিভিন্ন সাইজের ৯৮ খণ্ড কাটা রেললাইন উদ্ধার করা হয়।

পার্বতীপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয় ও বাড়ির মালিক রঞ্জিত রায়কে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত