ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হবিগঞ্জ চুনারুঘাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩। দিবসটি উপলক্ষ্যে গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসের এবারের প্রতিপাদ্য ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনীয় ভবিষ্যৎ গড়ি’ এর ওপর ওই আলোচনা সভার আয়োজন করা হয়। চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল কাদির লস্কর। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ লুৎফুর রহমান মহালদার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সত্তার ব্যাগ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন জমদ্দার ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চুনারুঘাট স্টেশনের স্টেশন ইনচার্জ মো. মানিকুজ্জামানসহ এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। পরে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চুনারুঘাট স্টেশনের স্টেশন ইনচার্জ মানিকুজ্জামানের নেতৃত্বে ওই মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দরা ও স্থানীয় সুধীজনরাও অংশ নেন। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়েছে। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, ‘ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। গত দুই দশকে এ ভূখণ্ডে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী। পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। এছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ, দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও যে কোনো দুর্যোগ মোকাবিলা ও এর ঝুঁকি কমাতে আমরা সক্ষম হবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত