ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আয়কর বিবরণী বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আয়কর বিবরণী বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইনকাম টেক্স রিটার্ন ইনস অ্যান্ড আউটস: হাউ টু মেইক ইট সিম্পল অ্যান্ড ট্রান্সপারেন্ট’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুটি ব্যাচে গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টায় কর্মশালাটি সম্পন্ন হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএস মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ কেএম সালাহ্ উদ্দীন।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রাজশাহী কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ্ আলম এবং সহকারী কর কমিশনার মো. শিহাব উদ্দিন আহম্মেদ। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলমের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল ভবনে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত