ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিপাকে স্বল্প আয়ের মানুষ

বিপাকে স্বল্প আয়ের মানুষ

জামালপুরে ডিম, আলু, পেঁয়াজ ও কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের সবজির দাম বেড়েছে। বাড়তি দামে এসব সবজি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস চরমে। সরকার কয়েকটি পণ্যের দাম ঠিক করে দিলেও বাজারে তার কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। আলু ও পেঁপে বাদে ৬০ টাকা কেজির নিচে এখন কোনো সবজি নেই। ডিম ও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। জামালপুরের মেলান্দহ উপজেলার মেলান্দহ বাজারে নজরুল ইসলাম নামে এক কৃষক বলেন, কয়েকদিন আগেও আলু কিনেছি ৪০ থেকে ৪৫ টাকায়, সেই আলু আজ ৫০ টাকা। দুই বছর আগেও এ সময় আলু কিনেছি ২০ থেকে ২৫ টাকায়। ডিম কিনেছি ৩৫ টাকা হালি। আর সেই আলু এখন এক কেজি ৫০ আর ডিমের হালি ৫৫ টাকা। মেলান্দহ বাজারের সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ৫০ টাকা, ঢ্যাঁড়স ৭০, পটোল ৬৫-৭০, সিম ১৮০-২০০, টমেটো ১০০, বেগুন ৬৫-৭৫, করলা ৮০, পেঁয়াজ ৯০, পেঁপে ৩০ টাকা, কাঁকরোল ৬৫-৭০, গাজর ১০০, চিচিঙ্গা ৬৫, ধুন্দল ৬০-৭০, বরবটি ৯০, কচুর মুখি ৭০ ও মিষ্টি কুমড়ার কেজি ৫৫- ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া লাউ ও চাল কুমড়া আকারভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এদিকে ডিম প্রতি হালি ৫৫ টাকা, মাছের বাজারে সর্বনিম্ন দামে পাঙাস বিক্রি হলেও তার দামও প্রতি কেজি ১৬০-১৯০ টাকা। ডিগ্রি চর এলাকার ব্যবসায়ী শাজাহান সাদা বলেন, এখন আর আগের মতো নেই। হাজার টাকা নিয়ে আসলেও বাজার হয় না। সবজির এমন দাম কখনো দেখিনি। এভাবে বেঁচে থাকাই কঠিন। সবজি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম বলেন, গত কয়েকদিন আগে টানা বৃষ্টির কারণে খেতে ফসল পিছিয়ে গেছে। তাই সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমাদের করার কিছু নেই আমরা অল্প টাকা লাভ করি। আমরা যা দিয়ে কিনে তার থেকে সর্বোচ্চ ৫-৬ টাকা লাভে বিক্রি করি। এছাড়া সবকিছুর দাম বেশি। স্থানীয় উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের নির্ধারিত দামে আলু পেঁয়াজ ও ডিমের বিক্রি না করায় মেলান্দহ বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। তবুও আলু পিঁয়াজ ও ডিম নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। এ বিষয়ে জামালপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, সরকার থেকে একটা নির্দেশনা পেয়েছি। এই মুহূর্তে আমরা অভিযান করছি না। এখন শুধু বাজার মনিটরিং করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত