ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেইলি সেতু ভেঙে মালবাহী ট্রাক খালে

বেইলি সেতু ভেঙে মালবাহী ট্রাক খালে

মুন্সীগঞ্জ সদর উপজেলাধীন মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কে বেইলি সেতু ভেঙে একটি মালবাহী ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চালক ও তার সহকারী। গত সোমবার দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার বনিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েক বছর ধরেই নড়বড়ে ছিল বনিক্যপাড়া এলাকা বেইলি সেতুটি। বর্তমানে সেতুটির পাশেই একটি কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হচ্ছে। নির্মান কাজটি চলছে ধীরগতিতে। গত সোমবার গভীর রাতে নির্মাণাধীন কালভার্টের জন্য নির্মাণসামগ্রী নিয়ে মুক্তারপুর থেকে একটি ট্রাক আসে। মালবাহী ট্রাকটি পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে সেতুটি। এ সময় ট্রাকটি খালে পড়ে চালক ও তার সহকারী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বিকল্প সেতু হয়ে যানবাহন চলাচল শুরু করছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা জানান, নির্মাণাধীন ২২ মিটারের কংক্রিটের কালভার্টটির ৯ মিটার তৈরির কাজ শেষ হয়েছে। সে অংশ যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত