ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আদমদীঘিতে বীজ ও সার পেলেন ৪৬২০ কৃষক

আদমদীঘিতে বীজ ও সার পেলেন ৪৬২০ কৃষক

বগুড়ার আদমদীঘিতে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ৪ হাজার ৬২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষানিদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তিলাত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি হামিম বাবু প্রমুখ। উল্লেখ্য, উপজেলায় রবি ২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ৫৫০ জন গম চাষিকে জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩৫০ জন ভুট্টা চাষিকে জনপ্রতি ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩৬০০ জন সরিষা চাষিকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০জন শীতকালীন পোঁয়াজ চাষিকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৪০ জন মুগ চাষীকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ২০ জন মসুর চাষিকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ২০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষিকে জনপ্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত