বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩৪১ জন। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিয়ষটি নিশ্চিত করেন। মৃতরা হলেন, বরিশালের বানারীপাড়া উপজেলার নমিতা হালদার (৩৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার সুলতান (৬৫) ও গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার প্রদীপ (৪৫)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতালে ২৯ হাজার ৭৮৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬৬৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে।