ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হালুয়াঘাটে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

হালুয়াঘাটে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের হালুয়াঘাটের কারিগররা। গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা একটি বেড়েছে। এবার ৬৩টি মণ্ডপে পূজার আয়োজনের মধ্য দিয়ে উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে শেষ মুহূর্তে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ।

একটি পৌরসভাসহ উপজেলার মোট ১২টি ইউনিয়নে চলছে দুর্গাপূজা পালনের প্রস্তুতি। দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পাল পাড়ার মৃৎশিল্পীরা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব দত্ত জানান, এ বছর পৌর শহরে নয়টি ও ১২টি ইউনিয়নে ৫৪টি দুর্গাপূজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তে তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা।

প্রতিমা তৈরির মৃৎশিল্পী শ্রী সুবেদ চন্দ্র পাল ও শিব শংকর পাল জানিয়েছেন, এ বছরও তারা অন্য বছরের মতো প্রতিমার আকার ও আয়তন ঠিক রেখেই প্রতিমা তৈরি করছেন। তবে এ বছর প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় প্রতিমা তৈরির খরচ একটু বেশি পড়বে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত