ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

গত সোমবার রাত ১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আকরাম (৪০) ময়মনসিংহের কোতোয়ালি থানার মির্জাপুর এলাকার কামাল হোসেনের ছেলে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলসুপার মোহাম্মদ লুৎফর রহমান জানান, ২০১৭ সালে মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এ কারাগারে বন্দি ছিলেন আকরাম। ওই মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাত ১২টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। এ কারাগারে তার কয়েদি নম্বর ৩৮১৮/এ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত