ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় বাস চলাচল শুরু

নওগাঁয় বাস চলাচল শুরু

নওগাঁয় ৩৪ ঘণ্টা বন্ধ থাকার পর দূর ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। গতকাল দুপুরে সিএনজি ও বাস মালিক সমস্যা নিরসনে শহরের বালুডাঙা বাস টার্মিনালে শ্রমিক সমাবেশে সিদ্ধান্ত হওয়ার পর বিকাল ৪টা থেকে বাস চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও শ্রমিকরা। জানা যায়, সিএনজি ও বাস মালিক সমস্যা নিরসনে শহরের বালুডাঙা বাস টার্মিনালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পরিবহণ নেতাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের একটি প্রতিনিধিদল সমস্যা নিরসনে বৈঠকে বসে। বৈঠকে দুর্গাপূজা উপলক্ষ্যে পরিবহণ নেতারা সাধারণ শ্রমিকদের বাস চালানোর আহ্বান জানান। জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আগামী দুর্গোৎসবের বিষয়কে সামনে রেখে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। আমাদের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকরা বাস চালাতে সম্মত হয়। তবে শ্রমিকরা শর্ত দিয়েছেন, এই সময়ের মধ্যে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যের ওপর হামলার ঘটনার বিচার না হলে পূজোর পর আবারো তারা আন্দোলনে নামবেন। গত দেড় মাস আগে জেলার মান্দা উপজেলার অটোরিকশা চলাচল বিধিনিষেধ নিয়ে অটোরিকশা (সিএনজি) এবং বাস মালিক ও শ্রমিকের দ্বন্দ্ব হয়। কয়েক দিন আগে দুই পক্ষকে নিয়ে বসে প্রশাসন বিষয়টি সমাধান করতে পারেনি। তারপর বাস মালিকদের পক্ষে দূর ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, নওগাঁয় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘদিনের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত