ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

কাউখালীতে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার অফিশিয়াল নাম্বার ক্লোন করে দুই ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগী দুই ব্যবসায়ীর কাছ থেকে জানা যায়, গত বুধবার কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী বাবুল ডিলার ও দক্ষিণ বাজারের ব্যবসায়ী স্বপন মেম্বারের কাছে ফোন দিয়ে পূজা উৎসবের বরাদ্দকৃত চাউলের ডিউ বিক্রি করার কথা বলে বাবুল ডিলারের কাছ থেকে ২ লাখ ও স্বপন মেম্বার এর কাছে ৫০ হাজার টাকা বিকাশ এর মাধ্যমে পাঠাতে বলেন। এ সময় তারা দুইজনই বিকাশের মাধ্যমে আলাদাভাবে টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে তাদের কাছে আবারো প্রতারক চক্র টাকা পাঠাতে বললে এ সময় তাদের সন্দেহ হলে তারা কাউখালী থানায় অভিযোগ করে। উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এ প্রতারণার ঘটনা শুনেন এবং পরবর্তীতে তার অফিসিয়াল ফেসবুক আইডিতে গত বুধবার রাতে একটি পোস্ট করেন সবার অবগতির জন্য। সেখানে জানান যে, ইউএনও কাউখালীর নম্বরটি ক্লোন করে বিভিন্ন জনের কাছে অবৈধ অর্থনৈতিক সুবিধা চাচ্ছে এ বিষয়ে যে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। এর আগে আটজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেও ইউএনওর পরিচয় দিয়ে টাকা দাবী করে হয়েছিল বলে জানাযায়। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, প্রতারণার বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কিন্তু একজন লোক টাকা চাইলেই যাচাই-বাছাই না করে বিকাশে বা কোনো মাধ্যমে লেনদেন করা ঠিক না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত