মা ইলিশ ধরায় তিন জেলে আটক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকার দোহারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪০ কেজি ইলিশ মাছ, একটি নৌকা ও ১৬ লাখ ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌপুলিশের একটি দল উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম। আটককৃত জেলে আদেল (৪৪) উপজেলার দুবলী হাসির মোড় এলাকার মান্নান মুন্সীর ছেলে। ইয়াকুব (২০) ও বিল্লাল উপজেলার বিলাশপুরের কুলছড়ি গ্রামের মোহাম্মদ সারেংয়ের ছেলে। কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪০ কেজি মা ইলিশ ও মাছ শিকারের একটি নৌকা জব্দ করা হয়েছে।