বিনামূল্যে বীজ-সার পেল ১২ হাজার কৃষক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘মুজিববর্ষের অঙ্গীকার-কৃষিই সমৃদ্ধি-কৃষি হবে দুর্বার’ এ স্লোগানে রাজবাড়ীতে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মশুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে বীজ ও সার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মো. রাকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আলেয়া বেগম।

কৃষকদের নানাবিধ কৃষি পরামর্শ দিয়ে স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. জনি খান।

তিনি বলেন, রাজবাড়ী সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার তালিকাভুক্ত ১১ হাজার ৮০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন।