ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে ১ হাজার ২৮৪ মণ্ডপে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু

আজ ষষ্ঠী পূজা
টাঙ্গাইলে ১ হাজার ২৮৪ মণ্ডপে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু

টাঙ্গাইলের ১২টি উপজেলার ১ হাজার ২৮৪টি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। গতকাল পঞ্চমী পূজার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এরই মধ্যে নরম কাদা-মাটি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা দশভুজা দেবী দুর্গার প্রতিমায় ভরে উঠেছে মণ্ডপগুলো। শিল্পীর নিপুণ হাতে তৈরি দেবী দুর্গা শিল্পীদের মায়ার বাঁধন। শিল্পীর তুলির শেষ আঁচরে দেবী দুর্গা নিজ অবয়বে রূপ পেয়েছেন। টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর টাঙ্গাইলের ১২টি উপজেলায় ১ হাজার ২৮৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে সদর উপজেলায় ২১৫টি মণ্ডপে, মির্জাপুরে ২৪৩টি, বাসাইলে ৬৫টি, নাগরপুরে ১৩৩টি, দেলদুয়ারে ১৩০টি, গোপালপুরে ৫৬টি, ভূঞাপুরে ৪১টি, কালিহাতীতে ১৯২টি, ঘাটাইলে ৮১টি, সখীপুরে ৩৭টি, মধুপুরে ৫৪টি ও ধনবাড়ীতে ৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর পূজামণ্ডপের সংখ্যা ছিল ১ হাজার ২৬৭টি ও চলতি বছর ১ হাজার ২৮৪টি। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা ১৭টি বেড়েছে।

সদর উপজেলার তারটিয়া পালপাড়া এলাকার প্রতিমা শিল্পী পরিমল পাল জানান, তিনি এবছর পাঁচটি প্রতিমা করেছেন। এরই মধ্যে টাঙ্গাইলে ৩টি, ঢাকায় ১টি ও বরিশালে ১টি মণ্ডপ রয়েছে। গত একমাস রং-তুলি নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পাড় করতে হয়েছে। প্রতিমাগুলো তৈরি করতে পেরে তিনি আনন্দিত। প্রতিমা শিল্পী সুজয় পাল, সনাতন পাল, গেন্দা পাল, মাধব পালসহ অনেকেই জানান, গত ১ মাস রাত-দিন পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। তাদের কাছে এই কাজ বংশ পরম্পরায় এসেছে। তাদের দাদা করেছে, বাবা করেছে, এখন তারা করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত