নাটোরে অবৈধ কারেন্ট জাল ধ্বংস

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে তিনজনকে কারাদণ্ড এবং ১৩ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোখাড়া ও লক্ষ্মীকুল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল রাসেল বিষয়টি নিশ্চিত করেন। ইউএনও মো. আবুল রাসেল জানান, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার লক্ষ্মীকুল বাজারে সোহেল রানার দোকানের গুদাম থেকে ৩ হাজার ১২০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় তাকে এক মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। মৌখাড়া বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ১২ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড ও দুই জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছে।