ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ’ নওগাঁর উদ্যোগে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা বিন আলী পিন্টু, মুকুল চন্দ্র কবিরাজ, গুরুদাস দত্ত, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এমএম রাসেল, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীনসহ প্রমুখ। বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের কতিপয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা করছে। বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনবাসীর ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। এমনকি হাসপাতাল পর্যন্ত রক্ষা পাচ্ছে না। হামলায় নিষ্পাপ শিশুরা পর্যন্ত প্রাণ হারালেও বিশ্বের তথাকথিত মানবতাবাদী সংগঠনগুলো এর বিরুদ্ধে কোনো ভূমিকা রাখছে না। উল্টো সেই তথাকথিত মানবতাবাদীরা ইসরাইলকেও সমর্থন দিচ্ছে। বক্তারা ফিলিস্তিনে ইসরাইলিদের হামলা বন্ধ করতে না পারায় জাতিসংঘের সমালোচনা করেন।