ভেসে উঠেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেড় মাস পানিতে ডুবে থাকার পর কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় আবারো ভেসে উঠেছে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু। সেতুটি ভেসে ওঠায় পর্যটন কর্তৃপক্ষ সেতুটিতে সংস্কার ও রঙের কাজ শুরু করেছে। গতকাল সকালে সরেজমিন গিয়ে দেখা যায় সেতুর পাটাতন থেকে হ্রদের পানি নেমে গিয়ে দৃশ্যমান হয়েছে সেতুটি। পর্যটন কর্পোরেশন কর্মকর্তারা জানান, দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকার ফলে সেতুর পাটাতনের অনেক কাঠ পচে নষ্ট হয়ে গেছে। সেতুতে পর্যটকরা নির্বিঘ্নে চলাচল করার জন্য ধুয়ে পরিষ্কার করার পাশাপাশি পর্যটন কর্পোরেশন কর্তৃক সেতুর নষ্ট হয়ে যাওয়া অংশগুলো মেরামত ও রঙের কাজ চলছে। রাঙ্গামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, গত কয়েক বছর বর্ষায় বৃষ্টি কম হওয়ায় সেতু না ডুবলেও এবারের ভারি বৃষ্টিপাতে সেতু ডুবে গিয়েছিল। এতে আমরা ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন যেহেতু পানি কমে গেছে, সপ্তাহিক বন্ধ ও পূজার ছুটি মিলিয়ে মোটামুটি ভালোই পর্যটক আসবে। রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, দীর্ঘদিন ডুবে থাকার পর আবারো ভেসে উঠেছে ঝুলন্ত সেতু। এটি আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এতদিন পর্যটকদের ঝুলন্ত সেতুতে না উঠেই ফেরত যেতে হয়েছে। এবার থেকে আর কাউকে হতাশ হয়ে ফেরত যেতে হবে না। আমরা দ্রুত সেতুর মেরামতের কাজ সম্পন্ন করে উন্মুক্ত করে দেব।