১৫ বারের চেষ্টায় উড়ল লিমনের অচিন পাখি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ছোটবেলায় ঢাকার উত্তরায় পড়াশোনা করত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়পাড়া গ্রামের যুবক ইয়াছিন শেখ লিমন। তখন কাছ থেকে বিমান দেখার সুযোগ হয়েছিল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়পাড়া গ্রামের যুবক ইয়াছিন শেখ লিমনের। তখন থেকেই ইচ্ছা জাগে বিমান বানানোর। সেই ইচ্ছা থেকে ১৫ বার বিমান বানানোর চেষ্টাও করেছেন লিমন। বারবার ব্যর্থ হয়ে ১৬তম বার এসে সফল হয়েছেন তিনি। অবশেষে নিজের বানানো বিমান আকাশে উড়িয়েছেন লিমন। এ বিমান তৈরিতে ঋণ করে, কখনও আবার ওয়ার্কশপে কাজ করে সরঞ্জামাদির টাকা যুগিয়েছেন লিমন। তার তৈরি এই বিমান দেখতে তার বাড়িতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। কেউবা আবার বিমান বানানোর জন্য পরামর্শ নিচ্ছেন লিমনের কাছ থেকে। লিমন উপজেলার আড়পাড়া গ্রামের ভ্যানচালক আবু বক্কার শেখের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে লিমন সবার ছোট। পঞ্চম শ্রেণি পাস করা লিমন বর্তমানে স্থানীয় বাজারের একটি ওয়ার্কশপে কাজ করেন। ছোটবেলা থেকেই লিমনের আবিষ্কারের প্রতি প্রচুর আগ্রহ ছিল। তাই তো কাছ থেকে বিমান দেখে তৈরির চিন্তা মাথায় আসে লিমনের। এর আগে তিনি ফেরি, যাত্রীবাহী বাস, স্টিমার বানিয়েছেন। এরপর বিমান তৈরির উদ্যোগ নেন তিনি। কোনো ধরনের একাডেমিক শিক্ষা ছাড়াই ইউটিউব দেখে ও কয়েকজন মানুষের পরামর্শে তৈরি করেছেন বিমানটি। এ বিমান তৈরিতে লিমনের খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। লিমনের আয়ের টাকা ছাড়াও বিমান তৈরির টাকা যোগাড় করতে পরিবারকে ঋণ নিতে হয়েছে বেশ কয়েকবার। লিমনকে শুনতে হয়েছে পরিবারের কাছ থেকে গালমন্দ। তারপরও দমে যাননি লিমন। বাংলাদেশ এয়ারলাইন্সের আদলে তৈরি করা ওই বিমানের নাম দিয়েছেন অচিন পাখি।