ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাটে দুর্গাপূজা শুরু

লালমনিরহাটে দুর্গাপূজা শুরু

লালমনিরহাটে মণ্ডপে মণ্ডপে ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টা, উলুধ্বনি আর পুরোহিতের চণ্ডীপাঠে দেবীর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। গতকাল সকালে জেলার ৪৬৩ মণ্ডপে শুরু হয়েছে দুর্গোৎসব। ষষ্ঠ তিথিতে মন্দিরের মণ্ডপে মণ্ডপে বিল্ব বৃক্ষ বা বেল গাছের পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দিনপঞ্জিকা অনুসারে এ বছর দুর্গাদেবী মর্ত্যে আসছে ঘোটকে চড়ে। মন্দিরগুলোকে সাজানো হয়েছে নানা রংবেরঙে আর বর্ণিল আলোকসজ্জায়। দুর্গোৎসব নির্বিঘ্নে পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসবের। এ দিন দুর্গাদেবী ভক্তদের কাঁদিয়ে ঘোটকে চড়ে মর্ত্যলোক ছেড়ে চলে যাবেন কৈলাসে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসন। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট জেলায় এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশসহ ব্যাপক প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে। ধর্ম যার যার হলেও উৎসব সবার। তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় থাকছে এবার দুর্গা উৎসবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত