অগ্নিসন্ত্রাস করলে বিএনপিকে ছাড় দেয়া হবে না

বললেন পলক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিংড়া (নাটোর) প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, অগ্নি সন্ত্রাস করলে বিএনপিকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের প্রতিটি কর্মী মাঠে থাকবে। যে কোনো সন্ত্রাসকে মোকাবিলা করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। বিএনপি আবার ক্ষমতায় আসলে দেশ অন্ধকারে যাবে, সন্ত্রাসের নগরীতে দেশ পরিণত হবে। তাই ওদের রুখতে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পলক আরো বলেন, জয়ের নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামী তে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সেই লক্ষ্য সরকার কাজ করছে। আজকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। সাইবার যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। আমাদের সজাগ হতে হবে। সক্রিয় থাকতে হবে। যারা নৌকায় ভোট দেয় আর ভোট চায় তারা কর্মী। আর যারা রাজপথের জীবন দিতে প্রস্তত তারা যোদ্ধা। প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তৈরি করতে হবে। যারা অর্থলোভী হবে না। যারা মানবিক? স্মার্ট কর্মী হবে দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করতে হবে। সরকারের উন্নয়নের কর্মকাণ্ডের খবর ছড়িয়ে দিতে হবে। শেখ হাসিনা সরকার আপনাদের কি দেয়নি।বিদ্যুৎ, রাস্তা ঘাট, স্বাস্থ্যসেবা অবকাঠামো, বয়স্ক, বিধবা-ভাতাসহ সব ভাতা। গত শুক্রবার দুপুর ১২টায় গোডাউন চত্বরে রোড টু স্মার্ট বাংলাদেশ দ্য ড্রিল অনলাইন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হোন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

সিংড়ায় ৯৫টি পূজামণ্ডপে প্রতিমন্ত্রী পলকের ডিও বিতরণ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র ১৫ বছরে সিংড়া তথা চলনবিলের অভূতপূর্ণ উন্নয়নই তার প্রমাণ। গত শুক্রবার দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে উপজেলার ৯৫টি পূজামণ্ডপের অনুকূলে সাড়ে ৪৭ মেট্রিক টন সরকারি ডিও (চাউল) ও শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার, সাধারণ সম্পাদক মানষী ভট্টাচার্য প্রমুখ।