কুড়িগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

‘শিশুর জন্য বিনিয়োগ করি, নিরাপদ ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যৎবিষয়ক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা এনসিটিএফ’র আয়োজনে প্লান ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় ও ইয়েস বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান, ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার তাওহীদ-উল-তুসার প্রমুখ।