সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

পরিবেশ ও বন উপমন্ত্রী

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবন মায়ের মতো। এ বনভূমি রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সমন্বয়ে বাঘ সংরক্ষণ সংক্রান্ত সচেতনতামূলক সভা গত শুক্রবার দুপুর ১২টায় পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, সুন্দরবন মায়ের সমান। এ বনের সম্পদ রক্ষায় সবাইকে যত্নশীল হতে হবে। বণ্যপ্রাণী বাঘ, হরিণ, কুমির ও জীববৈচিত্র্য ধ্বংস করা যাবে না। বিষ দিয়ে মাছ শিকার রোধে কড়া পদক্ষেপ নিতে হবে।

খুলনা সার্কেলে বন সংরক্ষক মিহির কুমার দের সভাপতিত্বে ও ফরেস্ট স্টেশন কর্মকর্তা একেএম আবু সাঈদ ও নির্মল কুমার মণ্ডলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পশ্চিম সুন্দরবন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহাম্মদ মহসিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু, পূর্ব সুন্দরবনের ডিএফও মনিরুল করিম, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম। এর আগে সকাল ১১টায় উপমন্ত্রী হাবিবুন নাহার হায়াতখালি বন টহল ফাঁড়ির নব নির্মিত তিনতলা ভবন উদ্ধোধন করেন। সভায় সহকারী বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান, ফরেস্ট স্টেশন কর্মকর্তা তানজিরুল ইসলাম, আ. হাকিম, শমছের আলী প্রমূখ