ঐতিহ্যবাহী লাঠিখেলায় উচ্ছ্বসিত গ্রামবাসী

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

গ্রাম বাংলার নানা উৎসব-পার্বণে একসময় বিনোদনের খোরাক জোগাতো লাঠিখেলা। কিন্তু সময়ের ব্যবধানে খেলাটি হারিয়ে যেতে বসেছে। এই খেলাকে ধরে রাখতে নওগাঁয় হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠিখেলা। গত শুক্রবার বিকালে নওগাঁর সদর উপজেলা শৈলগাছী ইউনিয়নের গুমারদহ এলাকায় এই লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এছাড়া গুটার বিলে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। এদিকে, লাঠিখেলা ও নৌকাবাইচের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছিল। দীর্ঘদিন পর বিলুপ্তপ্রায় লাঠিখেলা দেখেও উচ্ছ্বসিত গ্রামবাংলার মানুষরা। জিল্লুর রহমান নামে এক দর্শক বলেন, অনেক ছোট থাকতে একবার লাঠিখেলা দেখেছিলাম। অনেক দিন পর আজকে দেখে খুবই ভালো লাগল। আজকের বিকালটা সত্যি অনেক সুন্দর কাটল আমার। আরেক দর্শক ইসমাইল হোসেন বলেন, ছোটবেলায় আমরা গ্রামে গ্রামে লাঠিখেলাসহ বিভিন্ন ধরনের খেলা দেখতে পেতাম। কিন্তু এখন সেসব খেলা হারিয়ে গেছে। অনেকদিন পরে আজকে লাঠি খেলা দেখলাম। বেশ ভালো লাগছে।