পালকিতে বউ আনলেন বর

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গরুর গলায় সোনা আর রুপার আংটি বেঁধে ছেড়ে দেওয়া হলো গ্রামে। যে প্রথমে ধরবে গরুটি হবে তার। তবে ওই গরুর মালিক বা তার কোনো আত্মীয়স্বজন নিতে পারবে না। শুধু কী তাই এই গরুকে ঘিরে তিন দিনব্যাপী চলেছে মাদারের (আঞ্চলিক ভাষা) পালা গান। সেই সঙ্গে চলেছে খাওয়া দাওয়া।

এরপর পালকিতে চড়ে সারা গ্রাম ঘুরে কনের বাড়িতে বিয়ে করতে গেলেন বর।

এমন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়েই বিয়ে করলেন পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২)। গত শুক্রবার সন্ধ্যায় বিয়ের আয়োজন সম্পন্ন হয়। পালকিতে চড়ে বর সাইফুল যখন কনের বাড়িতে গেলেন তখন এলাকার শত শত মানুষ ভিড় জমান একনজর বিয়ের অনুষ্ঠান দেখতে। সাইফুল ইসলাম বলেন, ‘দাদির মানত রাখতে এইভাবে বিয়ের আয়োজন করতে হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে।

আত্মীয়স্বজন সবাইকে নিয়ে খুবই আনন্দ হয়েছে। আর পালকিতে চড়ে বিয়ে করা শুধু শুনেছি, এবার নিজে সেই আনন্দ উপভোগ করলাম।’ সাইফুলের মা খোদেজা বেওয়া বলেন, ‘আমার শাশুড়ি বেঁচে থাকতে এই মানত করেছিলেন। তিনি মৃত্যুর আগে আমাকে বলে যান, ছেলের নাম সাইফুল থাকবে।

আর যেভাবে মানত করেছি সব ঠিকমতো পালন করবে। তার সেই মানত আমি পূরণ করলাম।