গোপালগঞ্জে প্রণোদনার বীজ সার পেল ৩ হাজার ২০০ কৃষক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের সদর উপজেলায় রবি মৌসুমে ডাল, তেল ও গমের উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ২০০ জন কৃষক ও কৃষানিকে প্রণোদনার বীজ সার বিতরণ করা হয়েছে। গতকাল জেলার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার কৃষক ও কৃষানিদের হাতে প্রণোদনার এসব বীজ সার তুলে দেন। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হামিদুল ইসলাম ও মো. লোকমান হাকিমসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, রবি মৌসুমে ডাল, তেল ও গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ হাজার ২০০ জন কৃষক ও কৃষানির মধ্যে প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়েছে। এ সময় ১২০ জন কৃষককে ৫ কেজি করে মসুর ডালের বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার, ১২০ জন খেসারী ডাল চাষিকে ৮ কেজি করে খেসারি ডালের বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার, ২০০ জন চিনাবাদাম চাষিকে ১০ কেজি করে চিনাবাদাম বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার, ১১০ জন শীতকালীন পেঁয়াজ চাষিকে ১ কেজি করে পেঁয়াজ বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ২৪০ জন মুগ ডাল চাষিকে ৫ কেজি করে মুগ বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার, ১৬০ জন ভুট্টা চাষিকে ২ কেজি করে ভূট্টা বীজ ও ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ১৪০০ সরিষা চাষিকে ১ কেজি করে সড়িষা বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ১০০ জন সূর্যমখি চাষিকে ১ কেজী করে সূর্যমুখী বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং ৭৫০ জন গম চাষিকে ২০ কেজি করে গম বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।