বিনা-১৭ জাতের ধানের মাঠ দিবস

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন ধানের জাত বিনা-১৭ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পাবনার ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের আয়োজনে বগুড়া অঞ্চলের ডিএই অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফিউদ্দিন আহমদের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল মালেক।

বিশেষ অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের সিএসও (আরসি) ড. মো. সিদ্দিকুর রহমান, কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান এবং বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা এসও কৃষিবিদ মো. খান জাহান আলী। সঞ্চালনায় ছিলেন ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের এসএ-১ মো. হাবিবুর রহমান। বিনা-১৭ ধানের এই মাঠ দিবসের সমাবেশে ধনুটের ১০০ জন কৃষক- কৃষাণী অংশ গ্রহণ করেন।