পূজামণ্ডপ পরিদর্শনে আনসার ভিডিপি পরিচালক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি ও রাজাপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (সিএইচটি-অপস্) সালমা সিদ্দিকা। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা মতবিনিময় করেন। গতকাল সকাল ১১টায় ঝালকাঠি পৌর এলাকার কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের দুর্গা মণ্ডপ, মদন মোহন আখড়া বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আনসার বাহিনীর এ কর্মকর্তা। তিনি প্রতিটি মন্দির পরিদর্শনকালে সেখানকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা মতবিনিময় করেন এবং মণ্ডপগুলোর পরিচালনা কমিটি ও সেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি রাজাপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন সরদার, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল আমিন, নলছিটি উপজেলা কর্মকর্তা বিজন দত্ত। মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যাম কর্মীদের সালমা সিদ্দিকা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে পূজা মণ্ডপ পরিদর্শন করছি। জেলায় রেঞ্জের অধীনস্ত ব্যাটালিয়ন হতে একটি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। আমাদের আনসার বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা মণ্ডপে দায়িত্ব পালন করছেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা সবাই মিলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। তিনি আরো বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশে ৩২ হাজার ৮৪৫টি মণ্ডপের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) দুই লাখ ১২ হাজার ৬৬২ সদস্যকে মোতায়েন করা হয়েছে।