উন্নয়নের জোয়ারে বদলে গেছে উখিয়া

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া (কক্সবাজার)

অবহেলিত উখিয়ায় এখন উন্নয়নের জোয়ারে আমূল পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার প্রধানের আন্তরিকতায় উখিয়া উপজেলায় প্রায় ৮০০ কোটি টাকার ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। চারিদিকে শুধু উন্নয়নের ছোঁয়া আর উন্নয়নের চিত্র। ফলে মানুষকে আগে যেখানে হেঁটে যেতে হতো, এখন সেখানে যানবাহন নিয়ে যেতে পারে। স্থানীয় জনসাধারণের মাঝে এখন উন্নয়নবঞ্চিত থাকার আক্ষেপ নেই বললেই চলে। গ্রাম হবে শহর সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে গ্রামের প্রান্তিক জনসাধারণ। ২০১৭ সালের ২৫ আগস্ট ১০ লক্ষাধিক বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর শুরু হয় উখিয়া-টেকনাফে বসবাসরত লোকজনের বিভিন্ন সমস্যা ও দুঃখ-দুর্দশা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অনুধাবন করে উখিয়া উপজেলাকে অন্যান্য উপজেলার চেয়ে আলাদা গুরুত্ব দিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। তার ধারাবাহিকতায় বর্তমান সরকারের আমলের পরিকল্পিত পরিকল্পনা ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুরো উখিয়ায় উন্নয়নের চিত্র বদলে যায়। এরমধ্যে বিগত ৫ বছরে ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও দেশি-বিদেশি এনজিওর মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নের কাজ বাস্তবায়িত হয়েছে। এদিকে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের প্রায় ৩০ কোটি টাকার উন্নয়ন সাধিত হয়েছে উখিয়া উপজেলায়। তাছাড়াও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিশেষ আবেদন ও অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিশেষ বরাদ্দকৃত দুস্থ মহিলা সহায়তা (ভিডাব্লিউবি) প্রকল্পের আওতায় ২০৭ কোটি ৩৬ লাখ টাকার চাল বিতরণ হয়েছে বিগত ৬ বছর ধরে দুস্থ পরিবারগুলোর মধ্যে। যার সুফল ভোগ করছে উখিয়ার ২০ হাজার অসহায় পরিবার। রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট, সাইক্লোন সেন্টার, অবকাঠামো, প্রশাসনিক ভবন, ভূমি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, শতভাগ বিদ্যুতায়ন, গভীর নলকূপ, স্বাস্থ্যসম্মত টয়লেট, মুক্তিযোদ্ধা ভবন ও গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণসহ সব ধরনের উন্নয়ন সম্পন্ন হয়েছে এই সরকারের আমলে। এগুলো মাঠ পর্যায়ে সুচারুভাবে বাস্তবায়ন করতে স্থানীয় সংসদ সদস্য, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উখিয়া উপজেলা প্রকৌশলী, উপজেলা পরিষদের পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সবাই দিন রাত কঠোর পরিশ্রম করে গেছেন। স্থানীয় সংসদ সদস্য শাহিন আক্তার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ের কাজে যাচ্ছি। সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি জানান, আমার ও আমার স্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উখিয়া উপজেলায় এই ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে। যার ফলে উখিয়ার মানুষের কাছে বর্তমান আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। এলাকার এই উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আগামীতে আবারো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য উখিয়া-টেকনাফের জনগণের প্রতি তিনি আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, সরকার ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর যৌথ সহযোগিতার কারণে উখিয়ায় ব্যাপক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের টানা ৩ বারের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই দুর্নীতি বন্ধের মাধ্যমে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে পেরেছেন তিনি। তার ধারাবাহিকতায় উখিয়া উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে।