ঢাকা ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরে চলাচলের রাস্তায় বেড়া

অবরুদ্ধ শতাধিক পরিবার
কেশবপুরে চলাচলের রাস্তায় বেড়া

যশোরের কেশবপুরে জমি নিয়ে বিবাদে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভ্যানচালক আবদুল হাকিম মোড়ল বাদী হয়ে কেশবপুর থানায় অভিযোগ দিয়েছেন। জানা গেছে, উপজেলার কাবিলপুর গ্রামের আবদুল আজিজ মোড়লের ছেলে আব্দুল হাকিমগংদের সঙ্গে পৈত্রিক জমি নিয়ে একই গ্রামের মজিদ মোড়লের ছেলে মুকুল মোড়লের দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি এ মামলার রায় আব্দুল হাকিমগংদের পক্ষে যায়।

এরই জের ধরে প্রতিপক্ষ মুকুল মোড়ল গত রোববার যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিলে শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। আব্দুল করিম মোড়ল অভিযোগ করেন, ২০-২৫ বছর ধরে পশ্চিম পাড়ার জনগণ ওই রাস্তা ব্যবহার করছে। রাস্তা দিয়ে হাঁটুরে, ভ্যানচালকসহ মাঠের ফসল আনা নেয়া করা হয়। রাস্তা ঘিরে দেওয়ায় তিনি তার অসুস্থ স্ত্রী ডলি বেগমকে হাসপাতালে নিয়ে চিকিৎসাসেবা দিতে পারেননি। এলাকার ভ্যানচালক রাশেদ, জাহাঙ্গীর মোড়ল বলেন, আমরা কাবিলপুর পশ্চিম মাঠ পাড়ায় ২৫ বছর ধরে শতাধিক পরিবার বসবাস করছি। প্রভাবশালী মুকুল মোড়ল রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় গত ২২ অক্টোবর মাঠ পাড়ার ১০-১২ জন ভ্যানচালক বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হতে পারেনি। এ অবস্থা চলতে থাকলে আমাদের না খেয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। এ ব্যাপারে প্রতিপক্ষ মুকুল মোড়ল বলেন, আমাদের সম্পত্তি আমরাই ভোগ দখল করি। রাস্তায় চলাচল করার সময় জনগণ আমার গাছগাছালি ভেঙে নষ্ট করায় বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত