পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ। গতকাল সোমবার সকালে উপজেলার নোয়াপাড়া চা বাগান, জগদীশপুর চা বাগান, নোয়াপাড়া বাজার, তেলিয়াপাড়া চা বাগান, তেলিয়াপাড়া বাজার, সুরমা চা বাগান, সুরমা ১০নং বিভাগ, মাধবপুর বাজার, মাধবপুর শ্যামলীপাড়া, কাঠিয়ারা, নোয়াগাঁও, দক্ষিণ বেজুড়া, জগদীশপুর বাজার, মনতলা, চৌমহনী, ধর্মঘর, ছাতিয়াইন, বাঘাসুরা, আন্দিউড়া, বুল্লা ও বহরাসহ বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন। তিনি প্রতিটি পূজামণ্ডপের সভাপতি, সেক্রেটারি, মণ্ডপের পুরোহিত ও পূজারী ভক্তবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, দেবী চন্দ পতি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি উত্তম কুমার পালসহ পরিবারবর্গ, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান, সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসান খান, উপজেলা আনসার কমান্ড্যান্ট কামরুল হাসান, মাধবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার সাহা, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল প্রমুখ।