অভিমান করে স্বামীর আত্মহত্যা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. হাবিল (২৬) নামে এক রাজমিস্ত্রি। গতকাল দুপুরে উপজেলার রায়েরবাকাই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার নূর ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত হাবিল এক বছর আগে পারিবারিকভাবে উপজেলার ফুলকোচা এলাকায় বিয়ে করেন। বিয়ের পর থেকে সংসার ভালোভাবেই চলছিল। এর মাঝেই কয়েক মাস আগে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। পরে হাবিলের স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। হাবিল কয়েকবার শ্বশুরবাড়িতে স্ত্রীকে আনতে যান। কিন্তু তিনি আসেননি। পরে অভিমান করে গত রোববার রাতের কোনো একসময় বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে দুপুরের পর মরদেহ উদ্ধার করে পুলিশ। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, স্ত্রী বাবার বাড়ি থেকে না আসায় রাগ-অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় লোকজন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।