ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মিঠাপুকুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে খুশি উপকারভোগীরা

মিঠাপুকুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে খুশি উপকারভোগীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বদলে দিয়েছে মিঠাপুকুর উপজেলার ভূমিহীন আমেনা, জরিনা, জামিলা ও রোকেয়াদের জীবনমান। খাস জমি কিংবা অন্যের জমিতে আশ্রয় নিয়ে ভাঙ্গা ঘরে থেকে পরিবার-পরিজন নিয়ে দিনাতিপাত করতেন তারা। কিন্তু তারা প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেয়ে স্থায়ী ঠিকানা পাওয়ায় তাদের জীবনযাত্রা বদলে গেছে। নিজের একটি পাকা পরিচ্ছন্ন ঘরে থাকার স্বপ্ন পূরণ হয়েছে প্রধানমন্ত্রীর উপহারে নিরাপদ ও মজবুত স্থায়ী ঘর পেয়ে। সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এসব ঘরে বসবাস করা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মানবেতর জীবনমান থেকে মুক্তি পেয়ে এখন তারা সুখণ্ডস্বাচ্ছন্দ্যে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করছেন। বর্তমান সরকারের এই বিশেষ উদ্যোগে পাকা বাড়ি পাওয়া সুবিধাবঞ্চিত মানুষগুলো অনেক খুশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত