ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ময়লার ভাগাড় পরিষ্কার করল বিডি ক্লিন

ময়লার ভাগাড় পরিষ্কার করল বিডি ক্লিন

কুমিল্লার তিতাসে বাতাকান্দি বাজারের ব্যবসায়ীদের ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’। গতকাল উপজেলা শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাজার সংলগ্ন বাতাকান্দি-মাছিমপুর সড়কের পাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক রাকিবুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূরনবী, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, তিতাস থানার এসআই আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা বিডি ক্লিনের সমন্বয়ক মোসলেহ উদ্দিন শান্ত প্রমুখ। এ বিষয়ে বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক বশির আহমেদ জানান, বাতাকান্দি বাজার একটি জনগুরুত্বপূর্ণ স্থান। বিশেষ করে বাতাকান্দি-মাছিমপুর সড়কের পাশে অবস্থিত বাতাকান্দি উচ্চবিদ্যালয়। এই ময়লার ভাগাড়ের সামনে দিয়ে শত শত শিক্ষার্থী যখন যাওয়া-আসা করে তখন তাদের হাত দিয়ে নাক ঢেকে পার হতে হয়। এখান দিয়ে উপজেলার চারটি ইউনিয়নের লোকজন যাতায়াত করে। তাই আমাদের কর্মসূচির আওতায় এ পরিষ্কার অভিযান চালানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত