ময়লার ভাগাড় পরিষ্কার করল বিডি ক্লিন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে বাতাকান্দি বাজারের ব্যবসায়ীদের ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’। গতকাল উপজেলা শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাজার সংলগ্ন বাতাকান্দি-মাছিমপুর সড়কের পাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক রাকিবুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূরনবী, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, তিতাস থানার এসআই আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা বিডি ক্লিনের সমন্বয়ক মোসলেহ উদ্দিন শান্ত প্রমুখ। এ বিষয়ে বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক বশির আহমেদ জানান, বাতাকান্দি বাজার একটি জনগুরুত্বপূর্ণ স্থান। বিশেষ করে বাতাকান্দি-মাছিমপুর সড়কের পাশে অবস্থিত বাতাকান্দি উচ্চবিদ্যালয়। এই ময়লার ভাগাড়ের সামনে দিয়ে শত শত শিক্ষার্থী যখন যাওয়া-আসা করে তখন তাদের হাত দিয়ে নাক ঢেকে পার হতে হয়। এখান দিয়ে উপজেলার চারটি ইউনিয়নের লোকজন যাতায়াত করে। তাই আমাদের কর্মসূচির আওতায় এ পরিষ্কার অভিযান চালানো হয়।