ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিংড়ায় ১৫টি বক অবমুক্ত

সিংড়ায় ১৫টি বক অবমুক্ত

নাটোরের সিংড়ায় চলনবিলের ক্ষিরপোতা গ্রামে অভিযান চালিয়ে ১৫টি বক উদ্ধার করা হয়েছে। এ সময় শিকারিরা পরিবেশ কর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি আল ইমরানের সহযোগিতায় ১৫টি বক অবমুক্ত করা হয়। গতকাল ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সদস্য উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বাঁশের কেল্লা ধ্বংস করা হয়। পরে উপজেলা চত্বরে সহকারী কমিশনার ভূমি আল ইমরানের সহযোগিতায় ১৫টি বক অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাব ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক রনজু আহমেদ রাহাত, সাংগঠনিক সম্পাদক রবিন খান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত