ভাইয়ের বিরুদ্ধে বোনকে উচ্ছেদের অভিযোগ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

গোপনে মামলা করে একতরফা রায় নিয়ে নিজের বোনকে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে নাটোর আইনজীবী সমিতির একজন আইনজীবীর বিরুদ্ধে। গতকাল দুপুরে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন নুর মেহের। সংবাদ সম্মেলনে নুর মেহের অভিযোগ করেন, ওয়ারিস সূত্রে মায়ের কাছ থেকে ৮২ বর্গলিং জমি পান। ওই জমিতে তিনি বাড়িঘর করে গত ৩০ বছর ধরে বসবাস করে আসছেন। হঠাৎ কওে গত সোমবার সকালে তার মেজভাই ও নাটোর আইনজীবী সমিতির আইনজীবী সামশুল হক ভুঁইয়া আদালতের লোকজন নিয়ে তার বাড়িতে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই আইনজীবীর সঙ্গে আসা লোকজন তার বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেন এবং তাকে বসতভিটা থেকে উচ্ছেদ করেন। অভিযুক্ত আইনজীবী সামশুল হক ভুঁইয়া জানান, তিনি ২০১১ সালে তার ওয়ারিসদের বিরুদ্ধে বাটোয়ারা মামলা করেছিলেন। ওই মামলার বিষয়ে অবগত হওয়ার পরও তার বোন নুর মেহের ও ভাইয়ের ছেলেরা মামলায় প্রতিদ্বন্দি¦তা করেননি। তাই একতরফা রায় হয়েছে। আদালত জারি মামলা মূলে আমাকে জমির ভোগদখল বুঝিয়ে দিয়েছেন। এতে কোনো অন্যায় হয়নি। মামলার বিষয়ে তিনি বলেন, এটা সত্য না। আদালতের নোটিশে তাদের সাক্ষর আছে। পুরো জমি তিনি কীভাবে পেলেন জানতে চাইলে বলেন, বাবা-মায়ের সম্পত্তি এজমালিতে ছিল। তাই বাড়ির জমি আমি পুরো নিয়েছি। বোনকে মাঠে জমি দিয়েছি।