ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনায় ইলিশ ধরায় ৫৬ জেলে আটক

মেঘনায় ইলিশ ধরায় ৫৬ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৪৯ জেলেকে নৌ-পুলিশ এবং ৭ জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কফোর্স। নৌ-পুলিশের আটকদের মধ্যে ২৭ জেলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, একজনকে ৫ হাজার টাকা জরিমানা এবং দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। গতকাল দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের অভিযানে ২৪ লাখ মিটার কারেন্টজাল, ৩৮২ কেজি ইলিশ, ২১টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

এসব ঘটনায় মামলা হয়েছে ৫টি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় চারটি। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত