ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভৈরবে ট্রেন দুর্ঘটনা

নান্দাইলের এক পরিবারের চারজন নিহত

নান্দাইলের এক পরিবারের চারজন নিহত

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নান্দাইল উপজেলার একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৩০), ছেলে সজীব মিয়া (৮) এবং ইসমাইল (৫)। অন্যজন একই উপজেলার মুসল্লি গ্রামের হীরা আক্তার। ওই নারী ঢাকায় বসবাসরত স্বামীর কাছে যেতে চেয়েছিলেন। জানা যায়, গত সোমবার বিকেলে আন্ত নগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে আহত-নিহতদের মধ্যে বিভিন্ন জেলার মানুষ ছিল। তার মধ্যে ময়মনসিংহের নান্দাইলের পাঁচজন নিহত হয়েছেন। চারজন নিহতের পরিবারের সদস্য স্বপন মিয়া জানান- আমার ভাই ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি ভ্যানে ডাব বিক্রি করে সংসার চালাতেন। গত শুক্রবার বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে সবাই গ্রামের বাড়িতে এসেছিল। অনুষ্ঠান শেষে ট্রেনে করে ঢাকায় ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের পরিবারের সবাই নিহত হয়েছেন। আমি অন্য একটা বগিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে গেছি। এ ঘটনায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ও মডেল থানার ওসি রাশেদুজ্জামান নিহতদের বাড়িতে উপস্থিত হয়ে খোঁজখবর নিয়েছেন। কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানান ইউএনও অরুণ কৃষ্ণ পাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত