কেরানীগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের কেরানীগঞ্জে বহুল আলোচিত আনোয়ার মেম্বারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনকে (৬৪) হবিগঞ্জের নবীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন র‌্যাব ১০-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি জানান, ২০০৬ সালের ০১ ফেব্রুয়ারি রোহিতপুর ইউনিয়নের জনপ্রিয় ইউপি সদস্য আনোয়ার হোসেন (৫০) বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ, ভূমি দস্যুতাসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করার কারণে ইউপি চেয়ারম্যান কামালের নেতৃত্ব ৮-১০ জনের সন্ত্রাসীদল সৈয়দপুর নৌকা ঘাটে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করলে ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আনোয়ার মৃত্যুবরণ করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সর্বশেষ হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকাকালীন অবস্থায় প্রধান আসামি কামাল উদ্দীনকে গ্রেপ্তার করে র‌্যাব।