ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬

শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬

নীলফামারীতে শিয়ালের কামড়ে ছয়জন আহত হয়ে সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরজি দলুয়ার বাংলাবাজার এলাকায়। জানা যায়, গতকাল সকাল আনুমানিক ১০টায় শিয়ালের মতো দেখতে এক অজানা প্রাণী ফজলার রহমানের বাড়িতে ঢুকে তাণ্ডব শুরু করে, তাকে ঠেকাতে বাড়ির শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়, এদের চিৎকার শুনে পাশের বাড়ির দুইজন এলে তারাও প্রাণীটি দ্বারা রক্তাক্ত জখম হন, তাদের দ্রুত নীলফামারী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আহতরা হলেন- একই পরিবারের রুবি বেগম, রুবিনা বেগম, শিশু মিম আকতার, রব্বানী ইসলাম, আনিছুর রহমান, তাইফুল ইসলাম। শিশুসহ চারজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু বলেন, ঘটনা শোনার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যাই এবং সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার জন্য নীলফামারী হাসপাতালে পাঠাই। একজন চিকিৎসা শেষে বাড়িতে ও আরেকটা শিশুসহ চারজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরো বলেন, এ বড় আকৃতির হায়েনার মতো শিয়ালগুলো প্রতিবছর শীতে ভারত থেকে এখানে আসে ভুট্টা এবং শীতকালীন ফসল খেতে। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে সর্বক্ষণ সদর থানা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত