ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘স্বপ্নের মেগাসিটি কুমিল্লা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘স্বপ্নের মেগাসিটি কুমিল্লা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ‘স্বপ্নের মেগাসিটি কুমিল্লা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ সংগঠনের উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকায় মডার্ন কমিউনিটি সেন্টারে সাবেক এমপি মনিরুল হক চৌধুরী প্রণীত ধারণাপত্র সার্বজনীন পরিকল্পনা গ্রহণকল্পে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মনিরুল হক চৌধুরী রচিত ‘কুমিল্লার দুঃখ ঘুচবে কবে?’- বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কুমিল্লা মহানগরসহ জেলার বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণিপেশার নেতাদের অংশগ্রহণে সেমিনারটি জনসমাবেশে পরিণত হয়। এ সময় ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ প্রধান উপদেষ্টা মনিরুল হক চৌধুরী স্থানীয় সরকার বিশেষজ্ঞজনের মতামতের আলোকে প্রণীত তার ‘স্বপ্নের মেগাসিটি কুমিল্লা’ বাস্তবায়নের ধারণাপত্র তুলে ধরেন। জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ সংগঠনের নেতা ড. শাহ মো. সেলিম, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, মুক্তিযোদ্ধা নূর-এ আলম, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট আখতার হোসেন, অ্যাডভোকেট সামছুল আলম মজুমদার, অ্যাডভোকেট মানিক ভৌমিক, রাশেদা আখতার, মোস্তফা মোরশেদ চৌধুরী, ওমর ফারুক চৌধুরী প্রমুখ। ‘স্বপ্নের মেগাসিটি কুমিল্লা’ শীর্ষক সেমিনারে কুমিল্লা নগরীর সম্প্রসারণসহ প্রতিটি এলাকার উন্নয়নসমতা প্রতিষ্ঠার জন্য নতুন নতুন স্থাপনা গড়ার মহাপরিকল্পনার চিত্র তুলে ধরা হয়। কুমিল্লায় আখতার হামিদ খান বিশ্ববিদ্যালয় নামে বিশ্বমানের একটি ভিন্নধর্মী নতুন বিশ্ববিদ্যালয় এবং কোটবাড়ি এলাকাকে কেন্দ্রস্থল ধরে আখতার হামিদ খান স্যাটেলাইট সিটি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ‘কুমিল্লা সাউথ স্কয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাবনা উল্লেখ করা হয়। এছাড়া কুমিল্লা বিমানবন্দর চালু, রাজগঞ্জ বাজারের আধুনিকায়ন, গোমতী নদী ও সীমান্তবর্তী পূর্বাঞ্চল ঘিরে উন্নয়ন, ঢাকা-কুমিল্লা সরাসরি রেল যোগাযোগ স্থাপন, বিবির বাজার স্থল বন্দর হয়ে কুমিল্লা-আগরতলা বাস সার্ভিস চালু এবং বহুমাত্রিক যোগাযোগ স্থাপনসহ আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রমের বিভিন্ন অবকাঠামো ও সামাজিক উন্নয়নের পরিকল্পনার তথ্য সেমিনারে উপস্থাপন করা হয়। উল্লেখ্য, প্রবীণ রাজনীতিক মনিরুল হক চৌধুরী ‘ঐক্য সংহতি পরিষদ’, ‘কুমিল্লা কৃষক সমবায় ঐক্য পরিষদ’ ও ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ নামে পৃথক সংগঠন প্রতিষ্ঠা করে দীর্ঘ বছর ধরে কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ কুমিল্লার উন্নয়নে বিভিন্ন দাবি আদায়ের জন্য ভূমিকা পালন করে আসছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত