ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিএসএসসিআর

আন্তর্জাতিক সম্মেলন ১০-১১ নভেম্বর

আন্তর্জাতিক সম্মেলন ১০-১১ নভেম্বর

আগামী ১০ ও ১১ নভেম্বর দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। এতে শতাধিক শিক্ষক ও গবেষক অংশ নেবেন। দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরার জন্য এই আয়োজন বলে আয়োজকরা জানিয়েছেন। গত বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সোসাইটি ফর দ্য স্টাডি অব কালচার অ্যান্ড রিলিজিয়নের (বিএসএসসিআর) নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএসএসসিআরের মহাসচিব ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সেন্টার ফর আর্কিওলোজিক্যাল স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক ও জেনারেল এডুকেশনের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান লীনা। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএসএসসিআর বিশ্বসভ্যতার উন্নয়ন ও সম্প্রতির জন্য একটি গবেষণা সংস্থা। এর সঙ্গে হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, ইয়েল, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, টোকিও ইউনিভার্সিটিসহ পৃথিবীর ৮৫টি দেশের ৬০০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকম-লী। প্রতি ২ বছর অন্তর বাংলাদেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত