ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আধুনিক হচ্ছে গোপালগঞ্জের মধুমতি বাজার

আধুনিক হচ্ছে গোপালগঞ্জের মধুমতি বাজার

গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের মধুমতি বাজার আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এই বাজারে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত চারটি চান্দিনা নির্মাণের উদ্যোগ নিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন। এর মধ্যেই বাজারের পুরাতন জরাজীর্ণ চান্দিনা ভেঙে ফেলা হয়েছে। দ্রুততম সময়ে নতুন চান্দিনার কাজ শুরু হবে। এই উদ্যোগে স্বস্তি ফিরেছে মাধুমতি বাজারের ব্যবসায়ীদের মধ্যে। স্থানীয় বাসিন্দা আলহাজ্ব আব্দুল কাফি মোল্লা জানান এই বাজারের চান্দিনাগুলো একেবারে পুরাতন হয়ে যাওয়ায় তা ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছিল। গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন নতুন চান্দিনা নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা খুব খুশি। তিনি বলেন নতুন চান্দিনাগুলো যদি তাড়াতাড়ি নির্মাণ হয়, তাহলে বাজারের একটা ভালো পরিবেশ আসবে এতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই উপকৃত হবে। জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এফএম মারুফ রেজা বলেন, মধুমতি বাজারের উন্নয়নে সদর উপজেলা কর্মকর্তা মো. মহসিন উদ্দিন যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবার এখানকার ব্যবসায়ীরা জরাজীর্ণ বাজার অবকাঠামোর নানা অসুবিধা থেকে মুক্তি পাবে। তার এই উদ্যোগে বাজারের ব্যবসায়ীরা খুব খুশি। দ্রুততম সভার মধ্যে এ বাজারের চান্দিনার কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত