ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনার বিকল্প বিশ্বের অনেক দেশেই নেই

চিফ হুইপ নূর-ই আলম
শেখ হাসিনার বিকল্প বিশ্বের অনেক দেশেই নেই

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিকল্প শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশেই নেই। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি এখন ১৬ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গতকাল কুমিল্লার তিতাস ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। বিশ্বে অনেক ধনী দেশ আছে ১ লাখ করে নিলে তো শেষ হয়ে যায়। কিন্তু কেউ নেয় না। তারা যদি ১ লাখ করেও রোহিঙ্গাকে আশ্রয় দিতো, তাহলে শেখ হাসিনার মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারত। বাংলাদেশ থেকে কিন্তু একমাত্র শেখ হাসিনাই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে; প্রতিবাদ করেছে। আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নুর-ই আলম চৌধুরী আরো বলেন, এক সময় আমরা কেয়ারটেকার সরকার নিয়ে আন্দোলন করেছি ঠিক আছে, কিন্তু বিএনপিই কেয়ারটেকার সরকারব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিএনপি অনেক দিন ক্ষমতায় ছিল, তারা মানুষের জন্য কিছু করেনি, শুধু ধর্ম নিয়ে ব্যবসা করেছে, ধর্ম নিয়ে রাজনীতি করেছে। আমি আমার এলাকায় ধারাবাহিকভাবে ছয় বার এমপি নির্বাচিত হয়েছি। সেই কারণে উন্নয়ন এখন মানুষ চোখে দেখতে পারে, উপভোগ করতে পারে। আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে পনেরো বছর ক্ষমতায় থাকার কারণে মেগা প্রকল্পগুলো শেষ করা সম্ভব হয়েছে। আবার যদি জনগণ আওয়ামী লীগকে নির্বাচিত করে তাহলে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত