শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নির্মাণ কাজের বাস্তবায়ন করছে। গত বৃহস্পতিবার বিকাল পাঁচটায় উপজেলা সদরের গো-হাটা ফেডারেশন মাঠে নির্মাণ কাজের নাম ফলক উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ উপলক্ষ্যে পরে গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, দেশের প্রায় ৪০০টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে। এসব স্টেডিয়ামে খেলাধুলায় অংশগ্রহণ করে মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তি অর্জন করা সম্ভব হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম। বক্তব্য রাখেন, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম প্রমুখ। এ সময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।