বড়াইগ্রামে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়াড়গাড়ফা এলাকায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চান্দাই মরহুম মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে কমলা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বড়াইগ্রামের সাতইল গ্রামের নৌকা রুপসী বাংলা প্রথম ও সোনার তরী দ্বিতীয় এবং চাটমোহরের জনতা এক্সপ্রেস তৃতীয় স্থান অধিকার করেছে। প্রতিযোগিতা শেষে চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ১৮০ লিটার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ১৩০ লিটার ফ্রিজ ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি মনিটর তুলে দেন। এছাড়া সৌজন্য পুরস্কার হিসেবে ৪র্থ ও ৫ম স্থান অধিকারীকে একটি করে ব্লেন্ডার দেয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী, গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাটমোহরের ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান, সাবেক সদস্য আবুল কালাম জোয়াদ্দার, যুবলীগ নেতা জাকির সরকার, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার উপস্থিত ছিলেন। জানা গেছে, কমলা নদীর খৈরাস ঘাট থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।